Weifeng | Date: Sunday, 2020-06-07, 1:12 PM | Message # 1 |
 Private
Group: Administrators
Messages: 4
Reputation: 0
Status: Offline
| Jekonojinish.com এ আমরা অনলাইন ব্যবসাকে বিশ্বস্ত করার জন্য কতগুলো পদক্ষেপ নিয়েছি।তার মধ্যে একটি হলো বিক্রেতা এবং ক্রেতা এর মধ্যে তৃতীয় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার পদক্ষেপ নিয়েছি। যেমন ধরুন বিক্রেতা যদি আমাদের Jekonojinish.comএ কোনো এ্যাড দেয় সেই এ্যাড যদি আমাদের সার্ভিসের আওতার মধ্যে হয় তাহলে প্রথম তার প্রোডাক্টের তথ্য ভেরিফাই করব। এরপর কোনো ক্রেতা যদি এই প্রোডাক্ট কিনে নেন তাহলে প্রথমে ক্রেতা তার পেমেন্ট আমাদের সার্ভিস এর মাধ্যমে কিনেন তাহলে তাকে প্রোডাক্টটির মূল্য অনলাইনে আমাদের মনোনীত সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট এর পরই বিক্রেতা তার প্রোডাক্টটি তার ক্রেতাকে ডেলিভারী করবেন। ডেলিভারীর পর ক্রেতা তার প্রোডাক্টটি নিয়ে কোনো অভিযোগ থাকলে সাথে সাথে ১ কর্মদিবসের মধ্যে আমাদের জানাবেন তখন আমাদের পূর্বের ভেরিফাইড তথ্যের সাথে আপনার অভিযোগের তথ্যটি মিলিয়ে দেখব এবং বিক্রেতার সাথে যোগাযোগ করব।যদি প্রোডাক্টটি নিয়ে ক্রেতার অভিযোগটি সত্য হয় তাহলে আমরা বিক্রেতার পেমেন্টটি ক্যান্সেল করে দিয়ে ক্রেতার এ্যাকাউন্টে মূল্যটি ফেরত দিয়ে দিব। এখানে সরাসরি মূল্যটি বিক্রেতার নিকট যাবে না এবং কোনো প্রকার প্রতারণার সুযোগও থাকবে না। ক্রেতার সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য হবে।
|
|
| |